গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নূরজাহান পত্রিকার সম্পাদক ও ঢাকা টাইমস অন লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার উত্তম সরকারের শুভ জন্মদিন গাইবান্ধা প্রেসক্লাবে শনিবার পালিত হয়েছে।
এসময় উত্তমকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রেসক্লাবের সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল। এছাড়া সাংবাদিক রজতকানি- বর্মন, শেখ হুমায়ুন হক্কানী, আবু কায়সার শিপলু, সুরবানী সংসদের সম্পাদক কামরুজ্জামান চান, তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব কম্পিউটার অপারেটর আতোয়ার রহমান, আতিকুর রহমান আতিক, বন্ধন মানব কল্যাণ সংস’ার সভাপতি ইঞ্জিনিয়ার সাগর দাস শিশির, মাহবুব হোসেন লিটন, কুশল সরকার প্রমুখ উপসি’ত ছিলেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুনের পক্ষ থেকে তাকে উপহার প্রদান করা হয়।
উত্তম সরকার গাইবান্ধার ঐতিহ্যবাহি সংগঠন স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সাংবাদিক ছাড়াও তিনি ছড়াকার, গীতিকার, শিশু সংগঠক ও তবলা বাদক শিল্পী। উত্তম সরকারের জন্ম ১৯৬৬ সালের ১০ জুন। তিনি প্রয়াত কৃতী ফুটবলার অমূল্য চন্দ্র সরকারের ৫ম পুত্র। স্ত্রী বকুল রাণী মজুমদার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে গীতাঞ্জলী সরকার বৃনি- আমার বাংলা বিদ্যাপীঠের ৫ম শ্রেণীতে পড়ে। ছেলে প্রসিদ্ধ সরকার বৃত্ত প্রথম শ্রেণীতে পড়ছে। উপসি’ত সকলে উত্তম সরকারের জন্মদিনে তার সুস্বাস’্য ও দীর্ঘায়ু কামনাসহ আগামীদিনগুলোতে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।