গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাইবান্ধা শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজ মাঠে জেলা যুবলীগ সভাপতি সরদার শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য হুইপ মাহবুব আরা বেগম গিনি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি ও গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক ও মোতাহারুল ইসলাম বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলটি সঞ্চলনা করেন গাইবান্ধা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজীব।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারে সকল সদস্য এবং বীর শহীদের আত্মার শান্তি কামনা ছাড়াও প্রধানমন্ত্রী ও তার পুত্র, যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সুস্বাস্থ্য এবং দীর্ঘআয়ূ কামনা করে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।