গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে শুক্রবার সংস্থার হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ও গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সংস্থার সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌর মেয়র পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও সাবেক এমপি জাপা সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরকার ছাড়াও সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।