গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের আয়োজনে ও গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন’ শ্লোগানে জেলার সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল দশটার দিকে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. রোখছানা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠু, গাইবান্ধা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জোবাইদুর রহমান, রংপুর বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জি:) মো. মহসিন হোসেন, গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিহাব মো. রেজওয়ানুর রহমান, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কাজী মো. মোরছালীন, গাইবান্ধা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবদুর রশিদ ও মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে। গাড়িতে সিটবেল্ট বেঁধে নিতে হবে। ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে হবে। এছাড়া গাড়ি চালানোর সময় সকল প্রকার ট্রাফিক সিগন্যাল মেনে চলতে গাড়ি চালকদের সচেতন হতে পরামর্শ প্রদান করেন বক্তারা। আলোচনা সভার শুরুতে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে দুই শতাধিক ড্রাইভার, মোটর শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।