গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদর উপজেলার তুলসীঘাট বুড়িরঘর নামক স্থানে বাস চাপায় বিকাশ চন্দ্র (৫০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি গ্রামের বাসিন্দা এবং গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির ফেরম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, ফোরম্যান বিকাশ চন্দ্র সকালে মোটরসাইকেলযোগে অফিসে আসার পথে রাস্তায় একটি অটোবাইককে ওভারটেক করার সময় পেছন থেকে দ্রুতগামী একটি বাস তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়লে ওই বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনার পর আশংকাজনক অবস্থায় দ্রুত তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।