গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানীর অপরাধে রেজাউল করিম (৩৫) নামে এক যুবকের ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওনক জাহান গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন। ঘটনার বিবরণের জানা গেছে, রেজাউল করিম পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার পদুমশহর গ্রামের রইচ উদ্দিনের ছেলে। সে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ি গ্রামে বিয়ে করে। ঈদ উপলক্ষে সে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী ওই কিশোরী রেজাউল করিমের শ্বশুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে ঘর থেকে বেরিয়ে এসে ওই কিশোরীর সাথে গল্প জুড়ে দেয়। এরই একপর্যায়ে সে কিশোরীর গায়ে হাত দেয়। কিশোরটি বাড়িতে ফিরে গিয়ে বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। পরে পুলিশের কাছে এব্যাপারে অভিযোগ দেয়া হলে বৃহস্পতিবার দুপুরেই রেজাউল করিমকে আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়।