গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রাশেদ ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মরহুম মোর্শেদ বিল্লাহ রাশেদ (ভিপি রাশেদ) স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল গাইবান্ধা সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে গাইবান্ধা সরকারী কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোহাম্মাদ আসিফের সভাপতিত্বে শোকসভা ও ইফতার মাহফিলে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র এ্যাড.শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ হাসান জসিম, জেলা যুবলীগ সভাপতি সরদার মোঃ শাহিদ হাসান লোটন, সাধারণসম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ওয়াজেদ হাসান শাওন, জেলা ছাত্রলীগ সাবেক সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব উত্তম, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি খন্দকার তানভীর রায়হান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলি লেলিন, জেলা ছাত্রলীগ যুগ্ম-আহবায়ক রাহাত মাহামুদ রনি, জেলা ছাত্রলীগ সদস্য মুবিয়া হাসান নিয়াত, হামিদুর রহমান হিরু, শহর ছাত্রলীগ যুগ্ম-আহবায়ক ফাহিম ইসলাম দিপ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আরকে শিবলী, সদর থানা ছাত্রলীগ আহবায়ক গোপাল, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ সিফাত প্রমুখ। শোকসভায় ও ইফতার মাহফিলে কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। উক্ত শোকসভা ও ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন গাইবান্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন। শেষে ভিপি রাসেদের রুহের মাগফেরাত কামনাসহ মুসলিম উম্মারহ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।