গাইবান্ধা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা ফজিলতুন্নেসা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় সদর উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে বিজয়ী হয় উত্তরপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা ফজিলাতুলনন্নেসা মুজিব গোল্ডকাপে বিজয়ী হয় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণের পূর্বে সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌসি জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জোব্বার প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে চাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।