গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জমঈয়তে আহলে হাদীস জেলা শাখার আয়োজনে গাইবান্ধা ব্রীজ রোডে জেলা কেন্দ্রীয় আহলে হাদীস মসজিদে শনিবার জেলা জমঈয়তে আহলে হাদীস সভাপতি অধ্যাপক মোহাম্মাদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়েত আহলে হাদীসের সভাপতি অধ্যাপক মাওঃ মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সহ-সভাপতি ড. আবল্লাহ ফারুক সালাফী, সাংগঠনিক সম্পাদক শাইখ মোঃ আঃ নুর বিন আব্দুল জোব্বার, উপদেষ্টা মাওঃ মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু।
ইফতার মাহফিল পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দুনিয়া সকল মানবকে হেদায়ত দানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় জেলার বিভিন্ন ইউনিটের জমঈয়তে আহলে হাদীসের নেতৃবৃন্দু উক্ত কাউন্সিল অধিবেশন ও ইফতার সম্মেলনে উপস্থিত ছিলেন।