গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ডাউন রেল স্টেশন বোনারপাড়া জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান ও পয়েন্টসম্যান আসাদুল বারীকে কর্তব্য অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে বরখাস্ত করা হয়।
রেলওয়ের একটি সুত্র জানায়, শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বোনারপাড়া স্টেশনে সান্তাহারগামি দোলনচাপা এক্সপ্রেস এবং লালমনিরহাটগামি করতোয়া এক্সপ্রেসের বোনারপাড়া স্টেশনে পৌছার কথা। সে অনুযায়ি ১নং লাইনে দোলনচাপা এক্সপ্রেস এবং ২নং লাইনে করতোয়া এক্সপ্রেসকে ক্লিয়ারেন্স দেয়ার কথা। কিন্তু পয়েন্টসম্যানের গাফলতির কারণে করতোয়া এক্সপ্রেস ২নং লাইনের পরিবর্তে ১নং লাইনে ঢুকে যায়। ততক্ষনে ওই লাইনে দোলন চাপা ঢুকে পড়েছে। ভাগ্যক্রমে ড্রাইভারদের সতর্কতার কারণে একটি বড় ধরণের দুর্ঘটনা থেকে ট্রেন দু’টির যাত্রীরা রক্ষা পায়। এসময় স্টেশন মাস্টার আতাউর রহমান কর্মস্থলে না থেকে অন্যত্র ছিলেন। কর্তব্য অবহেলার কারণে স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানকে শনিবার দুপুরের মধ্যে বরখাস্ত করা হয়। এছাড়া এ ঘটনা তদন্তে রেলওয়ের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ফুয়াদ হোসেনকে আহবায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন সহকারি সিগন্যাল প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারি নির্বাহী প্রকৌশলী (বগুড়া) মো. আব্দুস সোবহান ও সহকারি যন্ত্র প্রকৌশলী (ওটি) মো. আকরাম হোসেন। এ তদন্ত টিম ৩ কার্যদিবসে তদন্ত কাজ সম্পন্ন করে পশ্চিমাঞ্চল রেলওয়ে ম্যানেজারের কাছে রিপোর্ট দাখিল করবেন বলে জানানো হয়েছে।