খবববাড়ি ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রাপথে যাত্রীদের দুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশের অস্থায়ী যাত্রী ছাউনি পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। শুক্রবার সন্ধ্যা ৮টায় উপজেলা সদরের স্থানীয় চৌমাথা মোড়ে অস্থায়ী কন্ট্রোল রুম পরিদর্শন কালে তিনি মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও সাংবাদিকদের সহিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এসময় থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, স্থানীয় মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, পরিবহন মালিক ফজলে রাব্বি, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি ফেরদাউছ মিয়া, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন ও এসআই হাবিব-উল-বাহার, আঃ রউফ, রেজাউল করিম, এএসআই এনামুল হকসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।