
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের কালাকচুয়া ও পদুয়ারবাজারে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৩ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে ১১ টায় কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসানসহ ২ জন নিহত হন। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে, সকাল ৭টার দিকে সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার এলাকায় ফল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ১ জন নিহত ও ৩ জন আহত হয়। নিহত সিরাজুল ইসলাম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিহতের লাশ ও দুঘর্টনা কবলিত গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।সূত্র- আরটিএনএন