
‘মূর্তি সরালে মসজিদও সরাতে হবে’ সুলতানা কামালের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, কত বড় স্পর্ধা হলে তিনি এমন কথা বলতে পারেন। এ কথার মাধ্যমে বোঝা যায় আমরা কোথায় যাচ্ছি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সম্মিলিত জাতীয় জোটের এক ইফতার মাহফিলে তিনি এ সমালোচনা করেন।
মৌলবাদ আর সাম্প্রদায়িকতার অর্থ বুঝেন না উল্লেখ করে এরশাদ বলেন, ‘খবরের কাগজ খুললেই মৌলবাদ আর সাম্প্রদায়িকতার কথা লেখা থাকে। আমি এর অর্থ বুঝি না। আমরা মুসলমানরা ইসলামের কথা বললেই সেটা সাম্প্রদায়িকতা হয়ে যায়। সুলতানা কামাল বলেছেন হাইকোর্টের সামনে থেকে মূর্তি সরানো হলে মসজিদও সরাতে হবে। এতবড় স্পর্ধা। এভাবে সে একথা বলতে পারে না। আমরা কোথায় গেছি। কোথায় তলিয়ে যাচ্ছি এ কথার মাধ্যমে বুঝতে পারি।’
তিনি বলেন, ‘খবরের কাগজ পড়লে দেখি কেবল খুন, ধর্ষণ, গুম, বাড়ি ছাড়া, জমি দখল। আমরা এ কোন দেশে বাস করি। এর পরিবর্তন আনতে হবে। আমরা এর পরিবর্তন আনবো।’
তিনি আরো বলেন, রমজানের রহমতের ১০ দিন শেষ হয়ে গেছে। আল্লাহ মনে হয় আমাদের মোনাজাত কবুল করেন নাই। রহমত বর্ষণ করেন নাই। তা না হলে দেশে কেন এত অন্যায় আর জুলুম সৃষ্টি হচ্ছে।’
এরশাদ বলেন, ‘আজকে প্রতিশ্রুতি হোক আমরা এ অরাজকতা থেকে দেশকে রক্ষা করবো। এটাই হোক এ জোটের প্রতিশ্রুতি। মানুষের বাড়ি-ঘর, জানমাল রক্ষা করবো। দেশে সুশাসন প্রতিষ্ঠা করবো। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের সাহায্য করে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সেলিম উদ্দিন এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, জহিরুল আলম রুবেল, একে এম আশরাফুজ্জামান খান প্রমুখ।সূত্র- আরটিএনএন