
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনাই প্রমাণ করে দেশের সব অরাজকতা-সন্ত্রাস করছে ক্ষমতাসীনরা।
রবিবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে মরহুম কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে যাবে এই ভয়ে ভীত হয়ে আওয়ামী লীগ বিএপির ওপর হামলা করছে। অবিলম্বে এসব হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
ইফতার অনুষ্ঠানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জোটনেতারা উপস্থিত ছিলেন।সূত্র- আরটিএনএন