এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এমপি লিটনের বড় বোন আ’লীগ নেতা-আফরোজা বারির আয়োজনে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার-এস.এম গোলাম কিবরিয়া, সহকারি কমিশনার (ভূমি) সামিউল আমিন, থানার ওসি আতিয়ার রহমান, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন-আ’লীগ নেতা- আফরোজা বারি, পৌর আ’লীগ সভাপতি আহ্সানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান-হাফিজা বেগম কাকলী প্রমূখ। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌর সভার আ’লীগ নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। পরে এমপি লিটনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।