
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দেওয়া ৩২২ রানের টার্গেট খেলতে নেমে ৮ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই জয়ে সেমিতে যাওয়ার হিসাব নিকাশ বেসামাল হয়ে গেলে গ্রুপ বি এর।
ম্যাচটিতে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মেন্ডিস। তার ব্যাট থেকে আসে ৮৯ রানের বড় সংগ্রহ।
অন্যদিকে কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২১ রান সংগ্রহ করে ধাওয়ান-শর্মারা। ম্যাচটিতে দলের হয়ে ওপেনার শিখর ধাওয়ান ১২৫ রানের ইনিংস খেলেন। এছাড়া রোহিত শর্মা ৭৮ এবং মহেন্দ্র সিং ধোনি ৬২ রানের ইনিংস খেলেন।
ভারত-শ্রীলঙ্কার পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, ওয়ানডেতে এখন পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে ১৪৯ টি ম্যাচে। এর মধ্যে ৮৩ টি ম্যাচে জয় পেয়েছে ভারত আর শ্রীলঙ্কা জয় পেয়েছে ৫৪টিতে। এই দুই দলের মধ্যে ১ টি ম্যাচ টাই হয়েছে এবং ১১ টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে আজ সেই হিসাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা।
এখন চার দলের পয়েন্ট সমান। সবাই দুই পয়েন্ট করে দখলে রেখেছেন। কোন দুই দল হাসবে শেষ হাসি। সবারই একটি করে খেলা বাকী। হারলে বিদায়, জিতলে সেমিফাইনাল। ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।