ভারতের উত্তর প্রদেশে বাস ও ট্রাক লরির সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
প্রদেশের বেরেলি ও শাহজাহানপুরের মধ্যবর্তী স্থানে বাইপাস জাতীয় মহাসড়কে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে।
বাসটি ছিল যাত্রীবাহী, সবাই ঘুমাচ্ছিলেন। যাচ্ছিল দিল্লির দিকে। নিহতদের মধ্যে বেশিরভাগই বাসের।
আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।