
ঈদকে সামনে রেখে পুলিশের গ্রেপ্তার ও প্রতারণা বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। দেশের বিভিন্ন এলাকায় পুলিশের এ ধরনের অবৈধ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ অভিযোগের সত্যতাও মিলেছে।
জানা গেছে, দায়িত্বে অবহেলা এবং ঈদকে সামনে রেখে গ্রেপ্তার বাণিজ্য ও প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ও বন্দর থানার ধামঘর ফাঁড়ির পাঁচ উপপরিদর্শক (এসআই) ও নয় কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন সোনারগাঁও থানার এসআই মারুফুর রহমান, দিদারুল আলম, নাজমুল আলম এবং জহিরুল ইসলাম ও বন্দর থানার ধামঘর পুলিশ ফাঁড়ির মাজহারুল ইসলাম। প্রত্যাহার করা অন্য নয় কনস্টেবলদের সবাই সোনারগাঁও থানার।
নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে গ্রেপ্তার বাণিজ্য, প্রতারণা, মাদক দিয়ে ফাঁসানো এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করছে ঢাকা পুলিশ সদর দপ্তরের স্পেশাল গোয়েন্দা বিভাগ। অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের সংশ্লিষ্ট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
তবে জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক কিছুটা রাখঢাক করে এই প্রতিবেদককে জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।সূত্র- আরটিএনএন