
ঈদুল ফিতরের ছুটির পর সরকারি অফিস-আদালতের কার্যক্রম শুরু হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। বুধবার সকাল ৯টায় অফিস সময়ের মধ্যে যারা অফিসে হাজির হন–তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি ও কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন।
এদিন বেলা সাড়ে ১০টা পর্যন্ত কোনও মন্ত্রী সচিবালয়ে আসেননি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলে সংসদ অধিবেশন আছে। তার আগে মন্ত্রীরা সচিবালয়ে আসবেন।
অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার কম কেন? এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রণালয়ের কর্মচারী আকরাম হোসেন জানিয়েছেন, ‘আগামী বৃহস্পতিবারের পর আরও দুইদিন সাপ্তাহিক ছুটি আছে, তাই অনেকে এই দুই দিন বাড়তি ছুটি নিয়েছেন। সে কারণে উপস্থিতি কম।
এদিকে, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিস চলেছিল। তবে আজ থেকে যথারীতি সকাল ৯টায় অফিস খুলেছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিন ব্যাংক-বীমাও খুলেছে। তবে সেখানে গ্রহকদের উপস্থিতি কম, লাইনে তেমন ভিড় নেই। কর্মচারীদের উপস্থিতিও কম।
চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সরকারি ছুটি নির্ধারিত ছিল ২৫, ২৬ ও ২৭ জুন (রবি, সোম ও মঙ্গলবার)। শনিবার ২৫ জুন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সরকারি নির্ধারিত ছুটির ব্যত্যয় ঘটেনি। তবে বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন অফিস করার পর আবার শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে অনেকেই বুধ ও বৃহস্পতিবারের জন্য ছুটি নিয়েছেন।