ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে মুসাইব শহরের একটি মার্কেটে আইএসের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
হামলায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা এবং মেডিকেল সূত্র।
কারবালায় একটি ব্যর্থ হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হল। কারবালার হামলায় কেউ নিহত হননি, তবে চার জন আহত হয়েছেন।
উভয় হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস।