
বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। সমীকরণ বলছে আজ যদি ইংল্যান্ড জিতে যায় তবে বাংলাদেশকে নিয়ে তারা সেমিতে যাবে। আর যদি বৃষ্টিতে খেলা ভেস্তেও যায় তার পরও বাংলাদেশ যাবে ইংলিশদের সঙ্গে বাংলাদেশ যাবে সেমিতে। এটিই হবে টাইগারদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে প্রথমবারের মতো অংশ গ্রহনের সুযোগ।
আহ এজবাস্টনে প্রথমবার বৃষ্টি হয় টাইগারদের তিন উইকেট হারানোর পর। আর দ্বিতীয় ৪২.২ ওভারের সময়। এখানে খেলা আর না হয় তবে নিয়ম অনুযায়ী বাংলাদেশ যাবে সেমিতে।
কারণ, ম্যাচ পণ্ড হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৩। রানরেটও সমান (০)। মুখোমুখি লড়াইয়েও মিমাংসা হওয়ার উপায় নেই। তখন দেখা হবে গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলো। সেখানে বাংলাদেশকে এগিয়ে রাখবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই পাঁচ উইকেটের জয়। আর যদি অসিরা হারে তবে তাদের পয়েন্ট হবে তিন।
তবে বৃষ্টি আইনে এই ম্যাচ ইংল্যান্ড জিতবে। এটা নিশ্চিত। সে ক্ষেত্রে অসিদের পয়েন্ট হবে ২। বাংলাদেশ এই হিসাবে সেমিতে চলে যাচ্ছে।