
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিজয়পুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও মাইজউদ্দিন (৪৫)। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ময়েজের ছেলে মিরাজুল জানান, কোনো অভিযোগ না থাকায় এলাকার এমদাদুল নামে এক ছেলেকে পুলিশ নিয়ে যাচ্ছিল। তখন বাবা তাকে ছাড়িয়ে রাখে। এ নিয়ে নজরুল সাথে কথা কাটাকাটি হয়। পরে সেহরীর সময় নজরুল ও তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলায় চালিয়ে এলোপাতাড়ি কোপায় ময়েজকে। এ সময় পাল্টা হামলা চালায় ময়েজের লোকজনও। ঘটনাস্থলেই নিহত হয় নজরুল। আহত হয় ময়েজসহ ৬ জন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভোরে নজরুল গ্রুপ এবং মানু গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের হামলায় নজরুল গ্রুপের প্রধান নজরুল এবং মানু গ্রুপের মাইজউদ্দিন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান। এ সময় উভয় পক্ষের ছয়জন আহত হন।
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।সূত্র- আরটিএনএন