গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সদর উপজেলা আওয়ামী লীগ ও ঘাগোয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাইফুল আলম সাকা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দীপক কুমার পাল, মাহবুব আলম কোর্ট, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন প্রমুখ।