
২০১৭-১৮ অর্থবছরের ঘোষিত বাজেট প্রত্যাখান করে সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে বাজেট বিরোধী মিছিল করেছে ছাত্রদল।
শুক্রবার বিকেলে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বন্দরবাজারস্থ টাইম স্কয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ঘোষিত বাজেটকে ‘গণবিরোধী ও উচ্চভিলাষী’ বলেও উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান নেতারা।
মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না।
জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুচীত্র চৌধুরী বাবলু, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সাবেক জেলা ছাত্রদল নেতা সাইদুল ইসলাম হৃদয়, কানাইঘাট থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহিন, জেল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মাহফুজ মুন্না, আদনান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কর্মসূচী প্রণয়ন সম্পাদক সুলতান আহমদ চৌধুরী প্রমুখ।সূত্র- আরটিএনএন