এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ স্বপ্নময় সুন্দর সুন্দরগঞ্জ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযানের তদারকি অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া পরিচ্ছন্নতা অভিযানের তদারকি করেন। তিনি পায়ে হেঁটে উপজেলার প্রধান-প্রধান সড়ক ঘুরে-ফিরে দেখেন এবং ময়লা-আবর্জনার অংশ বিশেষ ব্যবসায়ীদের দোকানের সামনে রাখা ঝুঁড়িতে নিজে ফেলেন এবং সকলকে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি রাস্তার দু’ধারে ভ্রাম্যমান দোকান পাঠ সরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক-সাজেদুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক-রেজাউল আলম রেজা, সাংবাদিক এটিএম আফছার আলী, আনিসুর রহমান আগুন প্রমূখ।