
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আয়নাল হকের ছেলে হোসেন আলী ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে।
হোসেন আলী জন্মগতভাবে একজন মানসিক রোগী। গত ২৬ এপ্রিল বাড়ি থেকে হোসেন আলী বেড়িয়ে পড়ে। রাতে সে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজা-খুঁজি করতে থাকে। কিন্তু গত ১৮ দিনেও কোথাও তার সন্ধান পায়নি। হোসেন আলী কথা বলতে পারে না, ইশারা-ইংগিতের মাধ্যমে চলা ফেরা করে। তার ডান হাত ভাঙ্গা। হোসেন আলীর বয়স ২৬ বছর। গায়ের রং শ্যামা। স্বাস্থ্য হালকা-পাতলা ও উচ্চতা প্রায় ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে খেলার ট্রাউজার, গায়ে জার্সি ছিল। হোসেন আলীর পরিবার তার সন্ধান পেলে ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট পৌছে দেয়ার জন্য অনুরোধ করেছেন।