বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সের সমন্বয়ক প্রফেসর ড. জাহাঙ্গীর কবির জানান, ৩ থেকে ২৮ মে পর্যন্ত সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। ২ জুন ভর্তি পরীক্ষার পর ক্লাশ শুরু হবে। তিনি জানান, বেশ কিছুদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমবি কোর্সের ভর্তি সিদ্ধান্ত নেন।সূত্র- বাসস