এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের দায়িত্ব পালনে আর বাধা নেই মর্মে মহামান্য হাই কোর্ট আদেশ দিয়েছেন।
বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালনের জন্য হাইকোর্টের যাবতীয় কাগজপত্রাদিসহ আবেদন জমা দিয়েছেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের নিকটও আবেদনের অনুলিপি জমা দিয়েছেন। ২০১৪ সালের ১৮ নভেম্বর মামলাজনিত কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার হাইকোর্টে একটি রিট করেন। মহামান্য হাইকোর্ট শুনানি শেষে তাঁর সাময়িক বরখাস্ত অবৈধ ঘোষনা করেন। সরকার পক্ষ সুপ্রিম কোটে পুনরায় আপিল করলে হাইকোর্টের আদেশ বহাল রাখেন এবং তাঁর দায়িত্ব পালনে বাধা নেই মর্মে আদেশ দেন। দীর্ঘ ২ বছর ৬ মাস ১১ দিন পর দায়িত্ব পালন করতে যাচ্ছেন জামায়াত সমর্থিত চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।