
ক্রিকেটারদের খেলার প্রতি মনযোগ রাখতে ফুটবল কিংবা ক্রিকেটে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে দেখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া টাইগার ক্রিকেট বোর্ডে মোবাইল রাখাকেও অহেতুক মনে করে।
তবে এবার আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কঠোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চ্যম্পিয়ন্স ট্রফির সময়কালে, কোনো ক্রিকেটারই স্ত্রী কিংবা বান্ধবীদের সাথে দেখা করতে পারবেন না!
নিজেদের ‘চোকার্স’ অপবাদ ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা এবার পাখির চোখ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরই ধারাবাহিকতায়, খেলোয়াড়দের মনোযোগ শুধুমাত্র ক্রিকেটে ধরে রাখতে, পরিবার এবং বান্ধবীদের সাথে মেলামেশা নিষিদ্ধ করে দিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
এই প্রসঙ্গে দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয় এটি খুব ভাল একটি সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র পাঁচ ম্যাচের একটি টুর্নামেন্ট, যদি আপনি ফাইনালে উঠতে পারেন। খেলায় মনোযোগটা ধরে রাখতে এই স্বল্প সময়ের জন্য পরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত কার্যকরী।’