এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত স্টুডেন্ট কেবিনেট শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও পুষ্টি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এসকেএস ফাউন্ডেশনের মেকিং ওয়াক ফর উইমেন প্রকল্পের আয়োজনে শনিবার উপজেলার রামজীবন উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধণ করেন এমএম ডব্লু ডব্লু প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ জামাল হোসেন। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আহম্মেদ, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, সহকারি শিক্ষক মানছুরা আক্তার। প্রশিক্ষক ছিলেন এসকেএস ফাউন্ডেশনের এমএম ডব্লু ডব্লু প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর হরিদাস বর্মন, হোসনে আরা বেগম। উপজেলার ২৪টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩২ জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।