
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ঐতিহ্যবাহি সুরবানী সংসদের কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও শহরের ব্রীজ রোডের দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা স্বর্গীয় মনিন্দ্রনাথ মন্ডলের ৩য় পুত্র ভবেশ চন্দ্র মন্ডল (৬৫) বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় সদর হাসপাতালে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি একজন বিশিষ্ট তবলা বাদক ছিলেন। ওইদিন রাত ১১টায় গাইবান্ধা পৌর মহাশশ্মানে তার শেষ কৃতকার্য সম্পন্ন হয়।