গাইবান্ধা প্রতিনিধিঃ সুপ্রীম কোর্ট চত্ত্বর থেকে জাস্টিসিয়া ভাস্কর্য অপসারণ এবং ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশি হামলার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। শুক্রবার সিপিবি কার্যালয় থেকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেলগেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, আসমানী আক্তার আশা, রানু সরকার, তপন দেবনাথ ও পঙ্কজ দেবনাথ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার মৌলবাদীদের একের পর এক প্রেসক্রিপশন বাস্তবায়নের অংশ হিসেবে সুপ্রীম কোর্টের জাস্টিসিয়া ভাস্কর্য অপসারণের মত জঘন্য ঘটনা ঘটাচ্ছে। সেই সাথে ভাস্কর্য অপসারণের দাবীতে ঢাকায় ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার ও হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি ভাস্কর্যটি পুণরায় সুপ্রীম কোর্ট চত্ত্বরে প্রতিস্থাপনের দাবী জানান বিক্ষোভকারীরা।