সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করা হয়েছে। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক এমদাদুল হক বাবলু সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মবিনুল হক জুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলী আকবর, মুক্তিযোদ্ধা গোলাম আযম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এ্যাড. ইস্তেকুর রহমার ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু প্রমুখ। এসময় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সংসদ সন্তান কমান্ডের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
পরে সর্বসম্মতিক্রমে বাবলুকে সভাপতি ও জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কাউন্সিলের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি ঘোষনা করা হয়। কাউন্সিলের শুরুতে উদ্বোধক ও অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।