
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা সুন্দরগঞ্জে ৪ পুলিশ হত্যাসহ ৮মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ক্বারী ইছাহাক আলিকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ ৮ মে সোমবার ভোর রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। ক্বারী ইছাহাক আলি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও রামভদ্র গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে। থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমানের নির্দেশে এস, আই জিয়ারুলের নেতৃত্বে গোঁপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আসামি ক্বারী ইছাহাক আলি ২০১৩ সালের ২৮ ফেব্রয়ারি জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে ওইদিন উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাসহ নাশকতার ৮মামলায় অভিযুক্ত ছিলেন।
তাকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।