এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৌরশহরে অভিযান চালিয়ে ২ মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ পৌরসভার ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আবুল কালামের ছেলে মাদক স¤্রাট শামীম এবং পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দাদন গ্রামের কছিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে শামীমের বাড়ি থেকে গ্রেফতার করে। থানার ওসি আতিয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। র্দীঘদিন থেকে তারা পলাতক ছিল।