এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার তথ্য অফিসের আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী শিশু মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে শিশু মেলার সমাপনী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি গোলাম মোস্তফা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী, সহকারি কমিশনার (ভূমি) সামিউল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক রওশন আলম, সাজেদা বেগম প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।