এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার তথ্য অফিসের আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলার নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে শিশু মেলার উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী, সহকারি কমিশনার (ভূমি) সামিউল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান আকন্দ, শাহজাহান মিঞা, রওশন আলম প্রমুখ।
শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশু অধিকার, শিশু পাচার, শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এর আগে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি স্টল রয়েছে।