এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার আসামী অল্প সময়ের মধ্যে শনাক্ত ও গ্রেফতারসহ চার্জসীট প্রদান করায় থানা অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ।
সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংবর্ধনা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেন মন্ডল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু, খন্দকার মিজানুর রহমান সরকার, বদিরুল আহসান সেলিম, মনোয়ার আলম সরকার, এ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু, মাওঃ ছামিউল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, নজমুল হুদা প্রমুখ। পরে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।