
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিয়ে দিবসটি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা স্ব-স্ব ব্যানারে র্যালী নিয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে গোপাল চরণ গ্রামের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত)-মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-জেলা ফেডারেশনের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, সাধারণ সম্পাদক-রফিকুল ইসলাম নয়া, বাজারপাড়া কলেজের প্রভাষক শহিদুল ইসলাম মঞ্জু প্রমূখ। অপরদিকে পৌর শহরের বাইপাস মোড়ে ট্রাক শ্রমিক সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।