
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার ব্যাংক ভবনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক এ.এইচ.এম রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার-এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট- জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার- মাহমুদুল হাসান মন্ডল, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজের অধ্যক্ষ- একেএমএ হাবীব সরকার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ- আতাউর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরকার, ছাত্র সামিউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন- ব্যাংকের সহকারি অফিসার- মাহমুদুল হাসান। পরে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের ১৯৫ জন মেধাবি সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিগণ।