
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় ফের কাল বৈশাখী ঝড়ে গাছপালা, ঘর-বাড়ি, পাকা ধান ক্ষেত, পাট ক্ষেত লন্ড-ভন্ড হয়েছে।
শনিবার সন্ধ্যায় আকষ্মিক ভাবে উত্তর-পশ্চিম দিক থেকে ধেঁয়ে আসা কাল বৈশাখী ঝড়ো হাওয়ায় ও শীলা বৃষ্টিতে ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, পাকা ধান ক্ষেত, গাছ-পালা, তোষাপাট লন্ড-ভন্ড হয়েছে। এতে করে লাখ-লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার- খোর্দ্দা, লাঠশালা, তারাপুরের চর, দহবন্দ, হরিপুর, ছাপড়হাটী, শান্তিরাম, বেলকা, চন্ডিপুর, কঞ্চিবাড়ি ও কাপাসিয়া। এদিকে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় রাত থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করেছেন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সুন্দরগঞ্জ অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সোলায়মান হোসেন জানান, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কয়েকটি টিম ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে কাজ করছে।