সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ছাত্রলীগ সুন্দরগঞ্জ থানা শাখার উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা কাঁঠালতলী চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক মাইদুল রায়হান রিপন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজা, ছাত্রলীগের সাবেক আহবায়ক ছামিউল ইসলাম ছামু, সোহানুর রহমান আযম, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম, পিন্টু কুমার সরকার, জহুরুল ইসলাম বাবু, পায়েল, বিপ্লব, তাজরুল, জনি, আনন্দ প্রমুখ। আলোচনা পূর্বে একটি আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।