এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রকৃত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাগজপত্রাদি যাচাই-বাছাই করেন উপজেলা নির্বাহী অফিসার ও যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব এসএম গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন যাচাই-বাছাই কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম, উপজেলা মুক্তিযোদ্ধা কমার্ন্ডার ও যাচাই-বাছাই কমিটির এমদাদুল হক বাবলু, সাবেক কমান্ডার লায়েক আলী খাঁন মিন্টু। সোমবার হতে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার মুক্তিযোদ্ধাদের কাগজপত্রাদি যাচাই-বাছাই করা হবে। মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আবেদনের ভিত্তিতে এই যাচাই-বাছাই করা হচ্ছে।