
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ স্বপ্নময় সুন্দরগঞ্জ বিনির্মাণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় ‘পরিচ্ছন্নে সুন্দর স্বপ্নময় সুন্দরগঞ্জ’ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার-এস.এম গোলাম কিবরিয়া ও পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানের শুভ সুচনা উপলক্ষ্যে একটি র্যালী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বঙ্গবন্ধু মূর্যাল চত্বরে ঝাড়– দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সামিউল আমিন, থানার ওসি আতিয়ার রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল স্তরের সুধিজন। এর আগে উপজেলা পরিষদ বটতলী চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন-ইউএনও এস এম গোলাম কিবরিয়া, সহকারি কমিশনার ভূমি সামিউল আমিন, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, স্কাউট নেতা-গোলাম রব্বানী প্রমূখ।