
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসকেএস ফাউন্ডেশনের সৌহার্দ্য কর্মসূচির আয়োজনে দূর্যোগ ও জলবায়ু পরিবর্তন ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কেয়ার বাংলাদেশ ও সৌহার্দ্য কর্মসূচির সহযোগিতায় ইউএসএআইডি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন-উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত রেজিয়া বেগম। প্রশিক্ষণে বক্তব্য রাখেন-ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, উপজেলা প্রকৌশলী-আবুল মুনছুর, উপজেলা শিক্ষা অফিসার-আনোয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক- এ মান্নান আকন্দ, বামডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা প্রমূখ। প্রশিক্ষণে প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, খরা, কাল বৈশাখী ঝড়, ভূমিকম্প সংক্রান্ত বিষয় নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ তুলে ধরা হয়। এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি ছিলেন-সৌহার্দ্য প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার, ফিরোজ আক্তার, টেকনিক্যাল অফিসার-মিজানুর রহমান বক্সি, সহকারি টেকনিক্যাল অফিসার- কানিজ হোসনা আফরোজ প্রমূখ।