
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে সুন্দরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে। গত ১ সপ্তাহের ব্যবধানে তিস্তার ভাঙ্গণে বসতবাড়ি ও উঠতি ফসলসহ শতাধিক একর আবাদি জমি নদী গর্ভে বিলিন হয়েছে। বিশেষ করে উপজেলার হরিপুর, চন্ডিপুর, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নে তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে। চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী, ভাটি বোচাগাড়ী, উজান বুড়াইল, হরিপুর খেয়াঘাট, কাপাসিয়া ইউনিয়নের কেরানিরচর, ফকিরের চর, কালাই সোতার চর এলাকায় ভাঙ্গণের তীব্রতা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। ১ সপ্তাহের ব্যবধানে হরিপুর ইউনিয়নে ৫০টি পরিবারসহ শতাধিক একর আবাদি জমির উঠতি ফসল তোষাপাটসহ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বসতবাড়ি ও গাছপালা হারিয়ে নদী গর্ভে বিলিন হয়ে যাওয়া পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। চন্ডিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশিদুল ইসলাম জানান- বৈশাখের শুরু থেকে অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার ভাঙ্গণ দেখা দিয়েছে। পানি কম হওয়ায় ¯্রােতের বেগ বেড়ে যাওয়ায় এই ভাঙ্গণ দেখা দিয়েছে। ইতিমধ্যে আমার ইউনিয়নে ৫০ একর জমিসহ ১০টি পরিবার নদী গর্ভে বিলিন হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুুরুন্নবী সরকার জানান- বিষয়টি আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে জরুরী ভিত্তিতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।