এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম গোলাম কিবরিয়া তিন মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে জেল প্রদান করেছেন।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিব সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের বাবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁর স্ত্রী মালেকা বেগম, সোনারায ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামের রশেম চন্দ্র প্রমানিকের ছেলে গোপাল চন্দ্র প্রমানিক ও একই গ্রামের ওসমান গণির ছেলে রফিকুল ইসলামকে ২০০ গ্রাম গাঁজাসহ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। পরে ওই রাতেই তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে গোপাল চন্দ্র ও মালেকাকে ৩ মাস এবং রফিকুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।