সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ইয়াবা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করে অর্থ বাণিজ্যের বিষয়ে সংবাদ প্রকাশের পর গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুক্তারুল আলমকে বদলী করা হয়েছে। তাকে রংপুর জেলায় বদলী করা হয়।
এছাড়া প্রাপ্ত অভিযোগের বিষয় অনুসন্ধানে (পুলিশ অফিস স্বারক নং- ১৪০০২) রোববার সকাল ১০টায় অতিরিক্ত পুলিশ সুপার অফিস কক্ষে তদন্ত অনুষ্ঠিত হবে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লা ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।