
চৌকস কূটনীতিক সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক চৌধুরী আজ নগরীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
পারিবারিক সূত্র জানায়, তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ভোররাত সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেন।
তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
তার প্রথম নামাজে জানাজা আজ দুপুর ১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। বাদ আসর ধানমন্ডি-৭ এ বায়তুল আমানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।