
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে দু’জন আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকদুর্গাপুর গ্রামের মৃত হাসেম মন্ডলের পুত্র শামিম মন্ডল বৃহস্পতিবার বিকেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শামীম মাদরাসা থেকে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করেন। এবারের ঘোষিত ফলাফলে ফেল করেছে বলে অভিমানে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীরা জানান।
অপর দিকে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের সুমনা আক্তার নামে এক ছাত্রী এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে বিষপান করে। পরে সুমনা চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।